ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ 

প্রকাশিত: ১৮:৪৮, ২৭ অক্টোবর ২০২৪; আপডেট: ১৯:৪৯, ২৭ অক্টোবর ২০২৪

পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিনামূল্যে চিকিৎসা সেবা ও  ওষুধ বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাশিয়ানী উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা সদর বাস ষ্ট্যান্ড এলাকায় এই চিকিৎসা সেবা ও ২০ ধরণের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। জনকন্ঠ অনলাইন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আমিনুল ইসলাম, ডা. মেহতাব বিন আহমেদ। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন আইনজীবি ব্যারিষ্টার সানজিদ আহমেদ কৌশিক।  আলোচনা সভায় কাশিয়ানী উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী এনামুল হক শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কাশিয়ানী উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল।  

শহিদ

×