ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

৪ বছরেও ভাঙ্গাসেতু জোড়া লাগেনি, দুর্ভোগ

সংবাদদাতা সরিষাবাড়ী, জামালপুর

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ অক্টোবর ২০২৪

৪ বছরেও ভাঙ্গাসেতু জোড়া লাগেনি, দুর্ভোগ

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া সেতু  দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও এখনো জোড়া লাগেনি কিংবা নির্মান করা হয়নি নতুন কোন সেতুযার ফলে চরাঞ্চলের মানুষের নদী পারাপারে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ

উপজেলার সদরের সাথে যোগাযোগের একমাত্র সেতু এটি  উপজেলার প্রায় ৫০ টি গ্রামের মানুষ এবং পার্শবর্তী মাদারগন্জ উপজেলার মানুষের  পারাপারের মাধ্যম এই একটি মাত্র সেতু যেটি ভেঙ্গে যাওয়ায় চরম দর্ভোগের শিকার হয়ে বছরের পর বছর পার করছেন ওই সকল চরাঞ্চলের মানুষ

জানা যায়, জনবহুল জনগুরুত্বপূর্ন বিবেচিত হওয়ায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ঝিনাই নদীর উপর  ২০০৩-০৪ অর্থ বছরে  এলজিইডির অর্থায়নে প্রায় দুই কোটি টাকায় সেতু নির্মান করা হয়

কাজটির কার্যাদেশ পায় এম এইচ এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারি আক্তারুজ্জামান নির্মিত হয় শুয়াকৈর গ্রামে ঝিনাই নদীর উপর ২০০ মিটার দৈর্ঘ্য সেতু সেতুটির নির্মান কাজ শেষ হয় ২০০৬ সালে

সেতুটি  নির্মানের প্রায় ১৮ বছর পর হঠাৎ ২০২০ সালে ২২ জুলাই বন্যায় পানির তোড়ে ২০০ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রীজের  মাঝখানের  ৪টি পিলার তিনটি স্প্যানসহ ৬০ মিটার নদী গর্ভে বিলীন হয়  এরপর থেকেই নদী পারাপারে ভোগান্তির শিকার হচ্ছেন চরাঞ্চলের মানুষ তাই ব্রিজটি পুনর্নির্মাণ করে দ্রুত দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দায়ীত্বে থাকা কর্মকর্তাদের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসি

উপজলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম জানান, ব্রিজের পাশ দিয়ে  ৪৭২ মিটার নতুন করে ব্রীজ নির্মানের জন্য  জমি অধিগ্রহণের পরিমান হিসাব করে প্রস্তাব পাঠানো হয় নতুন করে ব্রীজ নির্মান ব্যয়ের বরাদ্দ পেলেই টেন্ডার আহবান করা হবে

×