ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

বেলকুচির যমুনা নদীতে নৌকা বাইচ

নিজস্ব সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ

প্রকাশিত: ০০:৩৩, ২৭ অক্টোবর ২০২৪

বেলকুচির যমুনা নদীতে নৌকা বাইচ

সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে শনিবার গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়

জেলার বেলকুচির যমুনা নদীতে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ক্ষিদ্রমাটিয়া ও মুকুন্দগাঁতী এলাকাবাসীর সহযোগিতায় যমুনা নদীতে দুদিনব্যাপী নৌকাবাইচের সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অব অ্যাসোসিয়েশন এবং পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার। 
এ সময় বেলকুচি বণিক সমিতির সেক্রেটারি হেলাল উদ্দিন প্রামাণিক ও পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতাফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মওলা খাঁন বাবলু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) রাফিউর রহমান, থানার ওসি জাকারিয়া হোসেন, ঢাকা ব্যাংকের বেলকুচি শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান মনি প্রমুখ। ১৫ জোড়া নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে মুকুন্দগাঁতী সোনার তরী নৌকা চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।

×