ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার প্রধান সড়ক গুলো আজও সংস্কার হয়নি

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ 

প্রকাশিত: ১৭:৪৮, ২৬ অক্টোবর ২০২৪; আপডেট: ১৭:৪৮, ২৬ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার প্রধান সড়ক গুলো আজও সংস্কার হয়নি

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বাকেরগঞ্জ পৌর এলাকা সড়ক। ছবি -জনকণ্ঠ।

গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে বাকেরগঞ্জ উপজেলায় প্রায় ৩০০ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সড়কের। কোন কোন এলাকায় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে জলোচ্ছ্বাস রেমালে ক্ষতিগ্রস্ত হয় সড়ক যাহা এখনও সংস্কার হয়নি। পাশাপাশি সড়কের পাশের গাছ উপরে পড়ে ঘূর্ণিঝড়ে । ফলে জনদুর্ভোগ বাড়ছে।

ঝড় শেষ হওয়ার ৫ মাস পরেও সড়ক সংস্কার কাজ শুরু না হওয়ায় স্থানীয়রা ক্ষুদ্ধ।

সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সড়কের কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও ইটের সলিংয়ের একাধিক স্থানে ভেঙে সমতল জমির সঙ্গে মিশে গেছে।

পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাহেবগঞ্জ ভেরি বাঁধ, পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রধান সড়ক চৌমাথার সঙ্গে সংযোগস্থানে গাছ উপরে বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এছাড়াও পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রধান সড়ক চৌমাথা হতে রুহিতারপাড় পর্যন্ত একাধিক স্থানে গাছ উপরে পড়ে সড়কের মধ্যে বড় বড় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষর্থীরা। এই সড়ক গুলো দিয়ে এখন যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই সড়ক গুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে পৌরবাসী।

পৌরসভায় প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বলেন, খুব শীঘ্রই ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হবে। 
 

তাওফিক

×