লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের গণসমাবেশে বক্তব্য রাখছেন আল্লামা মামুনুল হক
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবী এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে, শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা লোকমান হোসেনের এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মোশারফ হোসেনের। এসময় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক।
গণসমাবেশে মামুনুল হক বলেছেন, যে কোনো মূল্যে সাবেক স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। প্রয়োজনে সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবু সাঈদ নোমান প্রমূখ।
গণসমাবেশে বিএনপি ও অন্যান্য ইসলামী দলের কতিপয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্নস্থান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তাওফিক