ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে মারপিট: আটক ১

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:২৯, ২৫ অক্টোবর ২০২৪

মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে মারপিট: আটক ১

মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে মারপিট।

যশোরের অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ বাজারে মোঃ ইউসুফ মল্লিক (১৯) নামে এক মানসিক প্রতিবন্ধীকে চোর সন্দেহে গাছে ঝুলিয়ে বেদম প্রহার করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। 
অভয়নগর থানার ওসি এমাদুল করিম জানিয়েছেন, আজ বিকেল ৪টার দিকে বাগদা বাজারের ইদ্রিস আলী খাঁ'র মুদি দোকানের সামনে মোঃ ইউসুফ মল্লিককে চোর সন্দেহে একই গ্রামের মোকসেদ আলী বেগের পুত্র মোঃ আহম্মেদ আলী বেগ (৬০), নোয়াব আলী মুন্সির পুত্র  সবুজ মুন্সী (৩২), কালুখার পুত্র ইদ্রিস আলী খাঁসহ আরও ৩/৪ জন মিলে গাছের ডালে পা উপরে মাথা নিচে ঝুলিয়ে  চোর সন্দেহে  ইউসুফ মল্লিককে বেধড়ক মারপিট করে। পরে তার পিতা-মাতাকে ডেকে নিয়ে তাদের জিম্মায় দেয়া হয় ইউসুফ আলীকে। ইউসুফ মল্লিক ওই বাগদা গ্রামের শরীফ মল্লিকের পুত্র। তিনি মানসিক প্রতিবন্ধী যুবক।
 এ ঘটনায় ইউসুফ মল্লিককে নির্যাতনের অভিযোগে এনে তার পিতা শরীফ মল্লিক অভয়নগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে  মামলা করেন। পরে পুলিশ আহমদ আলীকে আটক করার পর যশোর আদালতে সোপার্দ করেন বলে ওসি ইমাদুল করিম জানিয়েছেন।


 

তাওফিক

×