ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১

মাগুরায় খেজুর গাছ কাটা শুরু

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ২১:২৫, ২৫ অক্টোবর ২০২৪

মাগুরায় খেজুর  গাছ কাটা  শুরু

.

মাগুরায় শীতের আবহাওয়া পড়ায় খেজুর গাছ কেটে  পরিষ্কার করতে শুরু করেছেন গাছিরা   শীত পড়লে  মাগুরার  বিভিন্ন গ্রামে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা জ্বালিয়ে  গুড় পাটালী তৈরি করবেন গাছিরা। বর্তমানে তার প্রস্ততি শুরু হয়েছে। শীত মৌসুমে খেজুর গাছ  কেটে রস সংগ্রম করে শতাধিক গাছি পরিবার জীবিকা নির্বাহ করে।

জানা গেছে, জেলায় ২৫/ ২৬ হাজার খেজুর গাছ রয়েছে।  শতাধিক পরিবার  খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তা জ্বালিয়ে গুড় পাটালী তৈরি করে জীবিকা নির্বাহ করে। জেলায় সব থেকে বেশি  খেজুর গাছ রয়েছে শালিখায়। শীত মৌসুম শুরু হলে খেজুর গাছ কাটা শুরু হবে। গাছিরা তাই খেজুর গাছ কেটে পরিষ্কার করছেন।  

×