‘সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এ প্রতিপাদ্যে কে সামনে রেখে কুড়িগ্রামে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা শহরের শাপলা চত্ত্বরে ইউনিসেফ’র সহায়তায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সিসা দূষণ প্রতিরোধে পাঁচটি মূল দাবি জানানো হয়। পরে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে সিসা দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।এসময় বক্তব্য রাখেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক সুজন মোহন্ত,সদস্য স্বপন সরকার,রিফাত সরকার,জান্নাতুল তুহরা তন্নী,ইউনিসেফ’র শিশু সাংবাদিক জয় ইসলাম প্রমুখ।