ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। ক্রমশই এটি স্থলভাগের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় ঢাকা থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াসহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে এরইমধ্যে রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। শুক্রবার সকালে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে এবং বর্তমানে ভারতের ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আছড়ে পড়ার সময় দানা’র বাতাসের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
তবে, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ। ঘূর্ণিঝড় ‘দানা’বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।
‘দানা’সম্পর্কে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, হাতিয়া নোয়াখালী জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে সব সময় দুর্যোগে ঝুঁকি বেশী থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের মাত্রা বৃদ্ধি পেলে মাইকিংসহ জনগণকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে আমরা কাজ করবো।
তাওফিক