ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ১৯১ জনের নামে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৩, ২৪ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ১৯১ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহত হওয়ার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৯১ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০০-৫০০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

গতকাল গভীর রাতে নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ, বৃহস্পতিবার বিকেল ৪টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম।

মামলার অন্য আসামীরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজরেমী ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডে পাসপোর্ট অফিসের সামনে গুলিবিদ্ধ হন রিয়াজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে মামলার বাদী খবর পেয়ে লাশ শনাক্ত করে নিয়ে আসেন। 

তাওফিক

×