ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু 

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি। 

প্রকাশিত: ১৪:২২, ২৪ অক্টোবর ২০২৪

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু 

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন । ছবি: পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি। 

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার  সকালে টিকাদান কার্যক্রম এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।
১০-১৪ বছর বয়সী পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী এবং কিশোরীদের বিনামূল্যে এইচপিভির টিকা দেয়া হচ্ছে। এ ক্যাম্পেইন চলবে আগামী চার সপ্তাহব্যাপী ।

তাওফিক

×