ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

মেঘনায় ইটের সলিং উঠে দেড় কিঃমিঃ সড়কের বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ১৪:১৯, ২৪ অক্টোবর ২০২৪

মেঘনায় ইটের সলিং উঠে দেড় কিঃমিঃ সড়কের বেহাল দশা

ইটের সলিংয়ের রাস্তার বেহাল দশা। ছবি: নিজস্ব সংবাদদাতা।

কুমিল্লার মেঘনা উপজেলার আঞ্চলিক সড়ক ভাটেরচর মহাসড়কের ৮০ মিটার ব্রিজ সংযোগ থেকে দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের ইটের সলিংয়ের রাস্তাটি ভেঙ্গে অকেজো হয়ে পড়েছে। এতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের রামনগর, মহেশখোলা, জয়নগর, চরপাথালিয়া, দড়িকান্দি, সেননগর, দক্ষিনকান্দি, আলীপুর, হিজলতলী, করিমাবাদ, আলীপুর, চরবিনোদপুরসহ আরও বেশ কয়েকটি গ্রামের প্রায় ১৫ হাজার জনগোষ্ঠীর দুর্ভোগ চরমে। 

জানা যায়, ইটের সলিং করা এই রাস্তাটি বর্তমানে খানাখন্দে পরিণত হয়েছে। ইটগুলো উঠে গিয়ে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা যাতায়াতের জন্য খুবই বিপজ্জনক। বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে যায়। ফলে অটোরিকশা, সিএনজি, ভ্যান ও মোটরসাইকেল চালকদের জন্য এটি আরও বিপদজনক হয়ে উঠে

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ বলেন, এই রাস্তাটি টেকসইয়ের জন্য দুইপাশে প্যালাসাইডিং ওয়াল দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করবো। ইতিপূর্বে রাস্তার স্টিমেট করতে দেওয়া হয়ে গেছে। খুব শিগগিরই এই রাস্তা মেরামতের ব্যবস্থা নিবো।

তাওফিক

×