ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

কেশবপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর

প্রকাশিত: ১২:৪৩, ২৪ অক্টোবর ২০২৪

কেশবপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার সকালে কেশবপুর থানার পুলিশ উপজেলার বায়শা কালীবাড়ি মাঠ থেকে বাবলু ঘোষ (৪৫) নামের এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। দেনায় দায়ে সে বিষপানে আত্নহত্যা করেছে বলে পুলিশের ধারনা।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার রাতে বাবলু ঘোষ কেশবপুর শহরের মুদি দোকান থেকে বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে বায়সা কালীবাড়ি মাঠের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কেশবপুর থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। কেশবপুর থানার এসআই লিটন কুমার দাস জানান, বাবলু ঘোষ প্রায় ১২ থেকে ১৩ কোটি টাকার দেনার কারণে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল।সে কারণে হাঁস মারা বিষ পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাবলু ঘোষের ভাই মন্টু ঘোষ জানান, ব্যবসায়িক কারণে নাভারণের একজনের কাছে বাবলু ঘোষ ৬ কোটি টাকা পেত।

 অন্যদিকে চট্টগ্রামের এক ব্যবসায়ী বাবলু ঘোষের কাছে ১২-১৩ কোটি টাকা পায়। দেনার কারণে সে আত্মহত্যা করতে পারে। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বায়শা গ্রামের ফটিক ঘোষের ছেলে বাবলু ঘোষ মুদি ব্যবসার পাশাপাশি বিভিন্ন কোম্পানীর ডিলার হিসেবেও কাজ করতো।

ইসরাত

×