ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

ভেজাল মসলা উৎপাদন: ১ জনকে কারাদণ্ড ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৮:৫৭, ২৩ অক্টোবর ২০২৪

ভেজাল মসলা উৎপাদন: ১ জনকে কারাদণ্ড ও দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোবাইল কোর্ট অভিযান

কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযানে ভেজাল মসলা উৎপাদন ও বিক্রির অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার গৌরীপুরে মোবাইল কোর্টের অভিযানে বিএসটিআই থেকে মান সনদ না নিয়েই হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া পণ্য বিক্রি করার অভিযোগে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের মালিক মোঃ বাবুল মিয়া (৫৮) কে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

এদিকে একই অভিযোগে থ্রি এম অটো ওয়েল মিলকে ১০,০০০ টাকা ও মেসার্স মতিন মসলা ঘর প্রতিষ্ঠানটিকে  ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলামের, বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল ও মোঃ হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা৷
 

ইসরাত

×