ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

শিক্ষার্থীদের মানববন্ধন:৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বললেন শিক্ষিকা

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ অক্টোবর ২০২৪

শিক্ষার্থীদের মানববন্ধন:৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বললেন শিক্ষিকা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিনকে ‘অন্তর্বাস দিবস বলা সহকারী অধ্যাপক রুমা সরকারকে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করার প্রতিবাদ ও তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২ টায় ছাগলনাইয়া সরকারি কলেজ গেটে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, রুমা সরকার শহীদদের রক্তকে অস্বীকার করেছে। সে খুনিদের পক্ষ নিয়ে ৫ আগস্টকে নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস বলে ব্যঙ্গ করেছে। কোন অবস্থাতেই খুনিদের দোসর রুমা সরকারকে ছাগলনাইয়া সরকারি কলেজে ঢুকতে দেয়া হবেনা । তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থী জহিরুল ইসলাম, জানজিল মোবারক হোসেন ও নাবা বক্তব্য রাখেন। 

রুমা সরকার বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। 

২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়।

গত ১৮ অক্টোবর এই শিক্ষিকা ফেসবুকে লেখেন, ‘৫ আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস বলে ব্যঙ্গাত্মক পোস্ট দেন বলে দাবি শিক্ষার্থীদের।
ওছমান হারুন মাহমুদ

ইসরাত

×