ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪১, ২৩ অক্টোবর ২০২৪

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি

অবৈধ গ্যাসের সংযোগ

কেরানীগঞ্জে একটি কুচক্রী মহল তিতাসের অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি দালাল চক্র । অবৈধ গ্যাস সংযোগ এবং অতিরিক্ত গ্যাসের চুলা

ব্যবহারকারীদের কাছ থেকে মাসিক টাকা আদায়ের অভিযোগ উঠে। আজ  সকালে বেশ কয়েকটি এলাকায় খবর নিয়ে জানা যায়,  কেরানীগঞ্জে তিতাস কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মাসিক বিল পরিশোধের নামে টাকা উঠাচ্ছে ঠিকাদাররা। আটিবাজার, খোলামরা, ভাওয়াল,নেকরোজবাগ, কালিন্দি, বরিশুর সহ অনেক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। ওই এলাকা গুলোতে বেশির ভাগই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব ভবন থেকে অতিরিক্ত চুলা ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি মাসে প্রায় ২০ লক্ষ টাকা আদায় করছে নামধারী ঠিকাদাররা। তিতাসের কর্মকর্তাদের নাম বলে এসব টাকা তোলা হয় । 

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন গ্রাহক জানান, তিতাস গ্যাসের কতিপয় ঠিকাদারা ৭০ হাজার থেকে লাখ টাকার বিনিময়ে আমাদের অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে থাকে ।আমরা এলাকার দালালদের মাধ্যমে প্রতিমাসে প্রচলিত সরকারি রেটে নিয়মিত 'বিল' আদায় করছি।  মাঝেমধ্যে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা
হলেও তা আবার গোপনে পুনঃসংযোগ দিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দালাল চক্রের সদস্য জানান, আমরা ঠিকাদারকে টাকা দিয়েই বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ দিয়ে থাকি। প্রতি মাসে গ্রাহকদের কাছ
থেকে বিল নিয়ে সেই টাকার কিছুটা আমরা পাই পুরো টাকা ঠিকাদারকে দিতে হয়। কিছু দিন আগে খোলামরা তার ফ্যাক্টরিতে অভিযান করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ৭ দিন পর আবার গ্যাস সংযোগ পেয়েছে তারা। 

কেরানীগঞ্জ তিতাস গ্যাস অফিস জানায়, আমাদের অভিযান চলমান আছে। যে সব  এলাকা গুলোতে বেশি পরিমানে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে অতি দ্রুত সেই সব এলাকায় অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে অবৈধ গ্যাস সংযোগকারিদের বিরুদ্ধে মামলা করা হবে। যে ঠিকাদাররা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিতাসগ্যাসের মেট্রো ঢাকা বিপণন বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক, বিকাশ সাহা জানান, কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলমান আছে। তবে গ্যাসের অবৈধ সংযুক্ত কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। কিছু দালাল চক্রের প্রলোভন পরে অনেক গ্রাহক গ্যাসের অবৈধ সংযোক নিচ্ছেন। এতে একদিকে যেমন দেশের মূল্যবান খনিজ সম্পদের অপচয় হচ্ছে, তেমনি সরকার প্রতিমাসে বিপুল পরিমাণের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 ইসরাত

×