ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

পাথরঘাটায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

নিজস্ব সংবাদদাতা, পাথরঘাটা

প্রকাশিত: ২৩:৫৪, ২২ অক্টোবর ২০২৪

পাথরঘাটায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

পাথরঘাটায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

বরগুনার পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) এসএম শরিয়াত উল্লাহর বিরুদ্ধে শহরে ঝাড়ু মিছিল সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গত সোমবার বিকেলের দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কয়েক শতাধিক নেতাকর্মীরা ঝাড়হাতে নিয়ে পৌর শহরের প্রধান সড়কে মিছিল করে পরে শহরের গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়

সময় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্য সচিব কামরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ চাপরাশি, পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল সিকদার এস এম, পাথরঘাটা পৌরসভার নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক মেছাল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক কেএম হাসিবুল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ

×