ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আন্ডারপাস দাবিতে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

প্রকাশিত: ২৩:২১, ২২ অক্টোবর ২০২৪

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আন্ডারপাস দাবিতে অবরোধ

আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রছাত্রীসহ এলাকাবাসী

আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কালিহাতীর এলাকাবাসী ও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। পরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন আশ্বাস দিলে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্ত শাহাদাত হুসেইন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করা হবে।

×