আসামী জসিম উদ্দিন
নোয়াখালী হাতিয়ায় চাঁদাবাজি লুটতরাজ ও মারামারি করে সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করে এলাকায় অশান্তি সৃষ্টিকারী এবং বহু মামলার আসামী জসিম উদ্দিন কে আটক করেছে হাতিয়া নৌবাহিনী কন্টিনজেন্ট।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১ টায় জাহাজমারা এলাকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করে হাতিয়ায় অবস্থানরত নৌবাহিনী কন্টিনজেন্ট। পরে সন্ধা ৭ টায় তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
এর আগে নৌবাহিনী তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামী জসিম উদ্দিনকে হাতিয়ার ১০ নং জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ থাকায় দীর্ঘদিন পালিয়ে ছিল সে। অনেকদিন পর এলাকায় ফিরলে গোয়েন্দা খবরের ভিত্তিতে আজ দুপুরের দিকে একটি অভিযান পরিচলনা করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রাথমিক তদন্তে অনেকগুলো তথ্য উদঘাটন হয়েছে বলে জানান নৌ-কন্টিনজেন্ট। উদঘাটিত তথ্য মোতাবেক হাতিয়া থানা পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ পরিবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
রিয়াদ