ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

দৌলতপুরে যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালন নিয়ে উত্তেজনা ও গুলি

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ২০:০৮, ২১ অক্টোবর ২০২৪

দৌলতপুরে যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালন নিয়ে উত্তেজনা ও গুলি

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক যুবদল নেতার মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে মতভেদ দেখা দিলে উত্তেজনার সৃষ্টি হয় সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে রবিবার রাত ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি বাজারে ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক যুবদল নেতা মেহেদী হাসান সাগর ওরফে সাকবর আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ অক্টোবর একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা রয়েছে নিহতের পরিবারের অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে রবিবার সন্ধ্যায় মহিষকুন্ডি বাজারে বিএনপি যুবদল নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বণ্টন নিয়ে একটি প্রস্তুতি সভা ডাকা হয়

সময় স্থানীয় বিএনপি নেতা পাকুড়িয়া গ্রামের আরিফ প্রাগপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিষকুন্ডি গ্রামের কামাল হোসেনের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এতে উভয় পক্ষ বাকবিতন্ডা তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে একপর্যায়ে জনি (৩৫) নামে এক যুবক মদ্যপ অবস্থায় তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে পর পর রাউন্ড গুলিবর্ষণ করে গুলি লক্ষ্যভেদ হয়ে একটি গুলি স্থানীয় সরোয়ার নামে এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের দরজায় আঘাত হানলে দরজা ছিদ্র হয় ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বড় ধরনের সংঘর্ষেরও আশঙ্কা করছে মহিষকুন্ডি বাজারের লোকজন এলাকবাসী

গুলিবর্ষণের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল করিব বলেন, মহিষকুন্ডি এলাকায় মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের মতভেদ সৃষ্টি হয় একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ে

×