ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

কালকিনিতে ভাঙনে বিলীনের পথে পাকা সড়ক

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৯:৫০, ২১ অক্টোবর ২০২৪

কালকিনিতে ভাঙনে বিলীনের পথে পাকা সড়ক

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকায় পালরদী নদীর ভাঙনে বিলীনের পথে পাকা সড়ক সম্প্রতি নদীর পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় উপজেলার নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন আর এই অব্যাহত ভাঙনে কালকিনি-ফাঁসিয়াতলা পাকা সড়কের দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে গেছে এতে করে ওই সড়কে চলচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী স্থানীয় এলাকাবাসী তবে ভাঙনে ওই সড়কটি পালরদী নদীতে বিলীন হলে আশপাশের অন্তত প্রায় ১০টি গ্রামের মানুষের যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে যাবে

সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রায় ৩৫ বছর ধরে আলীনগর এলাকা ভাঙনকবলিত পালরদী নদীর ভয়াল গ্রাসে ওই এলাকার কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে বর্তমানে নদীর তীরের মানুষ প্রতিদিন আতঙ্ক নিয়ে বসবাস করে

স্থানীয় বাপ্পী, সাগর ছত্তারসহ কয়েকজন জানান, কালকিনি-ফাঁসিয়াতলা সড়কটি ভেঙে অনেকখানি বিলীন হয়ে গেছে বাকিটা বিলীনের পথে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে পুরোপুরি ওই সড়কটি নদীগর্ভে চলে যাবে বিছিন্ন হয়ে যাবে প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা তাই সময় থাকতে পানি উন্নয় বোর্ডের প্রতি ব্যবস্থা নিতে আকুল আবেদন জানাচ্ছি

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন জানান, ওই সড়কটির বেশ কয়েকটি স্থানে  বারবার ভেঙে নদীতে বিলীন হচ্ছে

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান বলেন, ‘আমরা কয়েক মাস আগে ভাঙন এলাকায় জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করেছিলাম তবে বরাদ্দ পেলে আবার ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে

×