ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

সাবেক এমপি একরামুল করিমকে ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিনিধ, নোয়াখালি

প্রকাশিত: ১৩:১৬, ২১ অক্টোবর ২০২৪

সাবেক এমপি একরামুল করিমকে ২ দিনের রিমান্ড

একরামুল করিম চৌধুরী।

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২১ অক্টোবর) দুপুরে নোয়াখালির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আমলি আদালতের  ইকবাল হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, গত ১ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার বাসা থেকে সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, ২ হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এম হাসান

×