ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ৪ঘন্টা পর ফেরি চালু

নিজস্ব সংবাদদাতা, শিবালয়,মানিকগঞ্জ

প্রকাশিত: ০০:৩৯, ২১ অক্টোবর ২০২৪

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ৪ঘন্টা পর ফেরি চালু

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

 

 


রবিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পযর্ন্ত ৪ ঘন্টা বন্ধ থাকায় উক্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।৯টার পর আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হয়বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী। 

 

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সুত্রে জানা গেছে, রবিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৪ ঘন্টা আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণরুপে বন্ধ ছিল। এসময় ঘণকুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে গেলে আরিচাতে খানজাহান আলী নামের  ১টি এবং কাজিরহাট চিত্রা ও রুহুল আমিন নামের ২টি রো-রো ফেরি যানবাহন বোঝাই করে নিজ নিজ ঘাটেই নোঙ্গর করে থাকে। 

 


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানাযায়, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে দুর্ঘটনা এড়াতেই রবিবার সকাল ৫টা থেকে সকাল ৯টা পযর্ন্ত বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টার পর  পুণ:রায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফুয়াদ

×