প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা ইটভাঁটি বন্ধ করার দাবিতে মানববন্ধন
নোয়াখালী হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা ইটভাঁটি বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার বিভিন্ন পেশার প্রায় ৫ শতাধিক লোক। বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল মন্নান রানা, কলেজছাত্র আতিক, জামসেদ ও নুরুল আমিনসহ অনেকে। পুরুষের পাশাপাশি গ্রামের নারীরাও অংশগ্রহণ করেন।