বান্দরবান জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবনের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: জনকণ্ঠ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পার্বত্য চট্রগ্রামে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি বাঙ্গালি যাতে সহাঅবস্থানে থাকতে পারে কাজ করছে সরকার। এছাড়া যতক্ষণ পর্যন্ত জনগণের মধ্যে স্বস্তি ফিরে না আসে সংস্কার কাজ চলমান থাকবে।
রবিবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবনের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য একটা মন্ত্রণালয় আছে এবং একজন উপদেষ্টাও আছে তিনিসহ আমরা চেষ্টা করছি কিভাবে সকল সম্প্রদায়কে শান্তিপূর্ণ সহাবস্থানে রাখা যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার চালাচ্ছে। যতক্ষণ পর্যন্ত জনগণের মধ্যে স্বস্তি ফিরে না আসে সংস্কার কাজ চলমান থাকবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তিন পার্বত্য জেলায় পর্যটকদের ওপর চলমান নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বান্দরবান শহরে জেলা মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা নির্ধারণে স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান ও মেঘলা পর্যটন এলাকা পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবর রহমান'সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর