ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

ছাত্রলীগ এখন টুপি লীগ-পাঞ্জাবি লীগ

প্রকাশিত: ২৩:৩৯, ১৯ অক্টোবর ২০২৪

ছাত্রলীগ এখন টুপি লীগ-পাঞ্জাবি লীগ

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা এখন দাঁড়ি রেখে টুপি-পাঞ্জাবি পরে সাধারণ মানুষের ছদ্মবেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ছাত্রলীগ এখন টুপি লীগ-পাঞ্জাবি লীগ। তারা এখন দাঁড়ি রেখে, পাঞ্জাবি টুপি পড়ে নিষিদ্ধ ব্যানার নিয়ে অপকৌশলে লিপ্ত হচ্ছে। তাদের সে সুযোগ দেওয়া হবে না। জনগণ তাদের প্রতিহত করতে প্রস্তুত।

শুক্রবার রাতে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে পৌরসভা দক্ষিণ অঞ্চলের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা বিনাভোটে এতো ক্ষমতার দাপট দেখিয়েছেন তারা এখন কোথায়। তারা এখন বিভিন্ন রুপে আসছে। তারা কখনো আনসার লীগ, তারা কখনও বিদ্যুৎ খুঁটির আন্দোলনের নামে আসে, তারা গার্মেন্টেসে শ্রমিক আন্দোলনের নামে এসে অরাজকতা সৃষ্টি করতে চায়।

সম্মেলনে লক্ষ্মীপুর শহর আমির অ্যাড. আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে ও শহর সহকারী সেক্রেটারি অ্যাড. মঞ্জুরুল আলম মিরনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারিফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, সহকারী সেক্রেটারি অ্যাড. মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস‍্য শামছুল ইসলাম, লক্ষ্মীপুর শহর সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারি অধ‍্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীর, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. শাহাদাত হোসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাাকা জজ কোর্টের এপিপি অ্যাড. নিজাম উদ্দিন মাহমুদ।

ফুয়াদ

×

শীর্ষ সংবাদ:

ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস
আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে