ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১

কিশোরগঞ্জে ১৬ বছর পর জামায়াতে ইসলামীর সম্মেলন 

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৭:৩১, ১৯ অক্টোবর ২০২৪

কিশোরগঞ্জে ১৬ বছর পর জামায়াতে ইসলামীর সম্মেলন 

অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রুকন সম্মেলন দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষ করার পর অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ১৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে কথিত স্বৈরাচার ও তার দোসরেরা। পৃথিবীর ইতিহাসে কেউ শুনেন নাই কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়, বাংলাদেশ থেকে তাও হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি এই পাচারকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী, জেলা সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম।

এম হাসান

×