ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

বাগেরহাটে ভোক্তা অধিকার সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

পণ্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা ও আইনের প্রয়োজনীয়তা জরুরী

প্রকাশিত: ২১:২২, ১৮ অক্টোবর ২০২৪; আপডেট: ২১:২৫, ১৮ অক্টোবর ২০২৪

পণ্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতা ও আইনের প্রয়োজনীয়তা জরুরী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ভোক্তার সচেতনতা খুবই জরুরী’। বাগেরহাটে বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন। জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান।

 

 

 

জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) অরবিন্দ বিশ্বাস। সূচনা বক্তব্য দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। সভা সঞ্চলনা করেন, ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার। 

 

 


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সুমন হোসাইন, নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস আক্তার সীমা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, গণমাধ্যম কর্মী আলী আকবর টুটুল, মাসুদুল হক, সোহান শেখ, আকমল উদ্দিন শাকি, ব্যবসায়ী সমিতির সাভপতি সাহেব সরদার, সাধারণ সম্পাদক আসলাম মোল্লা, শংকর সেন, শেখ মনিরুল ইসলাম মোস্তফা, ছাত্র প্রতিনিধি মিরাজ শেখ, আরমার শিকদার, হদয় মোল্লা  প্রমুখ। 


বক্তারা বলেন, ভোক্তার অসচেতনতাই ভোক্তার অধিকার সংরক্ষণে অন্যতম বাধা বা’ অন্তরায়। তাই ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা জরুরী। একইসাথে এদিন জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় ‘নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের উপর বক্তারা জোর দেন। 

 

 


প্রধান অতিথি ডাঃ মোঃ ফকরুল হাসান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ভোক্তার সচেতনতার পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।’ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে আরো দায়িতশীল আচরণ করার আহব্বান জানান তিনি। কৃত্তিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার বিষয়ে তিনি সর্তক করেন

ফুয়াদ

×