ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

রাতের আকাশ ফানুসের আলোয় আলোকিত 

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া,পটুয়াখালী

প্রকাশিত: ১১:৫৯, ১৮ অক্টোবর ২০২৪; আপডেট: ১২:০০, ১৮ অক্টোবর ২০২৪

রাতের আকাশ ফানুসের আলোয় আলোকিত 

প্রবারণা পূর্ণিমার উৎসব

দক্ষিণের সাগরপারের জনপদ পটুয়াখালীর কলাপাড়ায় ২৪ রাখাইন পল্লীতে প্রবারণা পূর্ণিমার উৎসবকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার সকালে ধর্মীয় রীতি পালনের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। 

বৃহস্পতিবার বিকেলে আয়োজন হয় পিঠাপুলির। সন্ধ্যার পরে রাতের আকাশ আলোকিত হয় ফানুসের আলোয়। এর মধ্য দিয়ে রাখাইনদের এক দিনের ধর্মীয় উৎসব উদযাপিত হয়। 

কুয়কাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রীপাড়ায় সীমা বৌদ্ধ বিহার ও গোড়া আমখোলা পাড়াসহ ২৪ টি রাখাইন পল্লীতে দিনভর ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের পরে রাতে চলে আকাশে ফানুস ওড়ানোর উৎসব। এ ফানুস উৎসবে মিলিত হয় রাখাইন ছাড়াও অন্য ধর্মের অসংখ্য মানুষ। 

রাত অবধি চলে ফানুস ওড়ানো উৎসব। এ উৎসব কে ঘিরে রাখাইন পল্লীতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

 এসআর

×