ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত ব্রিজ ভেসে উঠেছে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৮:৫০, ১৭ অক্টোবর ২০২৪

রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত ব্রিজ ভেসে উঠেছে

১৭ অক্টোবরঃ ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে পর্যটনের ঝুলন্ত ব্রিজ ডুবে গিয়েছিলপ্রায় দুই মাস পর বৃহস্পতিবার পুনরায় ভেসে উঠেছে

এই বিষয়ে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক চাকমা জানান ব্রিজটি ভেসে উঠলেও এর ওপর দিয়ে চলাচল করতে কিছু সময় লাগবে মেরামত করতে হবে তা ছাড়া পাটাতন পিচ্ছিল হয়ে গেছে,তাই এটি পরিষ্কার করতে হবে একদিনের মধ্যে পর্যটদের জন্য এটি খুলে দেহতে পারে বলে তিনি জানান ব্রিজ ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য গত ২৩ আগস্ট থেকে ব্রিজ পারাপারের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিজটি আবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে তিনি জানান

×