ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

পূণরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ কশাইখানায় পরিনত হবে, রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ১৮:৩৫, ১৭ অক্টোবর ২০২৪; আপডেট: ১৮:৩৭, ১৭ অক্টোবর ২০২৪

পূণরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ কশাইখানায় পরিনত হবে, রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী

বলেছেন, আনুপাতিক হারে যে নির্বাচন ব্যবস্থার কথা অর্ন্তবর্তীকালীন সরকার বলছে তা কখনেই

বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। বিশে^র অন্যান্য দেশে থাকতে পারে এটি আমাদের দেশের জন্য

প্রযোজ্য নয়। এই ব্যবস্থায় কেবল একটি মহলের বিশেষ সুবিধা তৈরী হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ যদি

আবার কখনো ক্ষমতায় আসে তবে বাংলাদেশ কশাইখানায় পরিনত হবে। তারা ক্ষতায় থাকতে দেশের ১১

কোটি মানুষের ভোটার তথ্য বিক্রির পাশাপাশি ঋন করা ১৮ হাজার কোটি টাকার মধ্যে সাড়ে ১৬ হাজার

কোটি টাকাই বিদেশে পাচার করেছে।’

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে আমরা বিএনপি পরিবার

আয়োজিত নিহত সমন্বয়ক ও ছাত্রদল কর্মী জুনায়েদ আল-হাবিবের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল

কবির খোকন, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা

বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মো: মোকছেদুল মোমিন

মিথুন, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর

রহমান নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ রনি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ

জুনায়েদ হাসান, রাহাত, হাসান ও রুস্তমের পরিবারকে আর্থিক সহায়তা করেন। এ ছাড়া ছাত্রলীগের

হামলায় নিহত মরজাল ইউনিয়ন ছাত্রদলকর্মী জুনায়েদ আল হাবিবের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক

অনুদান প্রদান করেন রিজভী। এরপর বিকেলে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় আন্দোলনে নিহত

স্কুলছাত্র তাহমিদ ভূইয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির এই নেতা।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রায়পুরা উপজেলার বটিয়ারা মোড়ে জুনায়েদকে ছুরিকাঘাত করেন সাবেক

ছাত্রলীগ নেতা স্বাধীন ও পিয়ালের নেতৃত্বে কয়েকজন। ছুরিকাঘাতে আহত জুনায়েদ ঢাকা মেডিক্যাল

কলেজ হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ অক্টোবর দুপুরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায়

আইসিইউতে পাঠানো পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সেখানে আইসিইউ’র কোন শয্যা খালি না

থাকায়, তাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ

করেন। এ ঘটনায় জুনায়েদের চাচা মো: শফিক বাদী হয়ে স্বাধীন ও পিয়ালসহ ১৪ জনকে আসামি করে

রায়পুরা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ একজনকে গ্রেফতার করে।

×