বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, একটি মানবিক দেশ গড়ার স্বপ্ন দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী । প্রহরার প্রয়োজন হবে না। মসজিদে প্রহরার প্রয়োজন না
হলে মন্দিরে প্রহরার প্রয়োজন হবে না। মন্দিরের লোকেরা স্বস্তির সাখে তাদের ধর্মকর্ম পালন করবে। মসজিদে কেউ মাইক কেড়ে নিতে পারবে না। খতিব কে অপদস্ত করতে না পারে তা নিশ্চিত করা হবে। মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না। যে যার ন্যার্য পাওনা হাতে পেয়ে যাবে। যুবকদের কাজ তুলে দেওয়া হবে । জাতি গঠনে যুবকরা ভূমিকা রাখবে । বেকারত্বের অভিশাপে একটা যুবককে আত্মহত্যা
করতে হবে না। কারো কাছে যেতে হবে না। চাকরী পাওয়ার জন্য কোন দুষ্ট লোকের কাছে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। বিচারের জন্য কাউকে কারো দয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না। ধনী ও দরিদরা সন্মানের সাথে বসবাস করবে। মেয়েরা থাকবেন মায়ের মর্যদায় । মেয়েরা থাকবে মেয়ের মর্যাদায়। তাদের ইজ্জতের উপর হাত দেয়ার সাহস কোন দুষ্ট কোন লম্পটের হবেনা। তাদের ইজ্জতের উপর কেউ হাত দিতে পারবে না। একটি মানবিক দেশ গড়ার স্বপ্ন দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী । গোটা দেশবাসীর সহযোগীতা কামনা করি । তিনি আজ বৃহস্পতিবার সকালে শহরের ভায়না এলাকায় এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে সভাপত্বি করেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক এম বি বাকের ।