ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট, যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২০:২৪, ১৬ অক্টোবর ২০২৪

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট, যুবক গ্রেপ্তার

রানা চন্দ্র সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর বক্তব্য পোস্ট করার অভিযোগে রানা চন্দ্র সরকার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। 

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানা চন্দ্র সরকার সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের রঞ্জিত চন্দ্র সরকারের ছেলে। 

জানা গেছে, রানা চন্দ্র সরকার গত মঙ্গলবার তার ফেসবুক আইডি থেকে ‘দেবী দুর্গা এবং ভক্ত’ শিরোনামের একটি কাল্পনিক কথোপকথন পোস্ট করে। তাতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করা হয়। বিষয়টি নিয়ে এলাকার মুসলিম সমাজে ক্ষোভের সৃষ্টি হয় এবং উত্তেজনা দেখা দেয়। এমনকি রানাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল-মিটিংয়েরও প্রস্তুতি নিতে শুরু করে একটি মহল। এ অবস্থায় বুধবার দুপুরে শহরের মোক্তারপাড়া থেকে গ্রেপ্তার করা হয় রানাকে। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রানাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।’

এম হাসান

×