ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

পুলিশ সংকটে থানা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৫১, ১৬ অক্টোবর ২০২৪

পুলিশ সংকটে থানা

বাউফল থানা

বাউফল থানায় পুলিশ সংকটের কারণে আশানুরুপ সেবা প্রদান করা সম্ভব হচ্ছেনা। ৫আগস্ট সরকার পরিবর্তনের পর নেতিবাচক প্রভাবের কারণে কাজের প্রতি মনযোগি হতে পারেনি পুলিশ।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বাউফল থানায় পুলিশ সংকটের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। পুলিশ আশানুরুপ সেবা প্রদান করতে পারছেননা। ৫আগস্টের আগে বাউফল থানায়  ৬৭ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল ছিল। বর্তমানে রয়েছে ৪৮ জন। সম্প্রতি ১৯ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল বদলি হয়ে গেছেন।

১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে বাউফল উপজেলা গঠিত। লোক সংখ্যা প্রায় ৪ লাখ। এতো বড় একটি উপজেলায় এই স্বল্প সংখ্যক পুলিশ দিয়ে সেবা প্রদানসহ অন্যান্য কার্যক্রমক পরিচালনা করা সম্ভব হচ্ছেনা। 

এ ব্যাপারে বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, পুলিশ সংকটের কারণে সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। সেবার গতি ফিরিয়ে আনতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দরকার।

শহিদ

×