ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন

সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূনর্মিলনী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ১৮:৩৬, ১৬ অক্টোবর ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর পূনর্মিলনী

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান 

বিজয়া দশমী উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। 

ডিডিএলজি ডা: ফকরুল হাসান এর সভাপতিত্বে বুধবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে এ পূনর্মিলনীতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্ব্বিক) অরবিন্দ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো: মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ, হিন্দু ধর্মীয় নেতা প্রদীপ বসু সন্তু, নিলয় কুমার, ভদ্র, বাবুল সরদার, মোহন হালদার, বাবলা হালদার বিপ্লব, নিত্য রঞ্জন ঘোষ, এ্যাড: মিলন ব্যানার্জী, বাবুল দাস, জোৎস্না দেবনাথ, অলিপ সাহা কালা, তিথি দেবনাথসহ জেলার  বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে এবার বাগেরহাট জেলার প্রায় ৬’শ মন্ডপে শারদীয়া দুর্গোৎস পালিত হওয়ায় সনাতন নেতৃবৃন্দ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  

বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার উল্লেখ করে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে বাগেরহাট জেলায়ও উদযাপিত হয়েছে।’ 

শান্তিপূর্ন উৎসবমুখর পরিবেশ রক্ষায় সকলের সহযোগীতার জন্য তিনি অভিনন্দন জানান। ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

শহিদ

×