ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

ইলিশ শিকারের দায়ে ৩ জনের কারাদণ্ড

সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ০৯:৩২, ১৬ অক্টোবর ২০২৪; আপডেট: ০৯:৩৯, ১৬ অক্টোবর ২০২৪

ইলিশ শিকারের দায়ে ৩ জনের কারাদণ্ড

জব্দ করা হয় প্রায় ১০ হাজার মিটার অবৈধ জালসহ ৫/৭ কেজি মা’ইলিশ। 

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে দায়ে ৩ জনকে কারাদন্ড দিয়েছে শিবালয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলোকদিয়া চরাঞ্চলের বাসিন্দা লাল চান শেখ (৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২) কে আটক করা হয়।  

জব্দ করা হয় প্রায় ১০ হাজার মিটার অবৈধ জালসহ ৫/৭ কেজি মা'ইলিশ। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের পরিচালিত অভিযানে সহায়তা করেন মৎস্য অফিস, কোস্টগার্ড ও আনসার বাহিনী।

জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে আটক ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও  জব্দকৃত  ইলিশ স্থানীয় এক এতিমখানায় প্রদান করা হয়েছে।

গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা' ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বেলাল হোসেন জনকণ্ঠকে জানিয়েছেন।

 এসআর

×