ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

কুকুরের কামড়ে আহত ৩৫, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত: ২০:১২, ১৪ অক্টোবর ২০২৪

কুকুরের কামড়ে আহত ৩৫, আতঙ্কে এলাকাবাসী

কুকুরের কামড়

দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটসহ আশপাশের এলাকায় দুই দিনের ব্যবধানে কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ ৩৫ জন এবং ১০টি গরু-ছাগল। এতে আতঙ্কিত অবস্থায় এলাকাবাসী দিন কাটাচ্ছে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে পাকেরহাট আজগার মেম্বারপাড়া এলাকায় দুটি কুকুর এক শিশুকে কামড় দেয়। এরপর কয়েকটি গরু-ছাগলকে কামড় দেয়। কুকুর দুটি পাগলা কুকুর বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিকভাবে কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা আক্রান্ত হওয়ায় এলাকাবাসী শঙ্কিত অবস্থায় চলাফেরা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শনিবার থেকে রবিবার রাত পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত মোট ৩৫ জন রোগী চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রবিবার সর্বোচ্চ ২২ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। পাকেরহাট আজগার মেম্বারপাড়া, ছাগলহাটি রোডসহ বাজারের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পাকেরহাটের স্থানীয় মুকুল ইসলাম জানান, আমার ৬ বছর বয়সী নাতি কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে। এলাকার সবাই আতঙ্কিত। তাই এটি প্রতিরোধে সংশ্লিষ্টদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান রইলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিনে কুকুরের কামড়ের শিকার হয়ে এত মানুষ চিকিৎসা নিতে কখনো আসেনি। তবে দুই দিনে দফায় দফায় কুকুরের কামড়ে সর্বোচ্চ সংখ্যক আহত রোগী এসেছে। আর হাসপাতালে আসা আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এই বিষয়ে পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, বিষয়টি ইতোমধ্যেই জেনেছি। দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

শহিদ

×

শীর্ষ সংবাদ:

ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে, মানতে বাধ্য ভারত: ড. ইউনূস
আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে