ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কাপ্তাইয়ে বিজয়া নৌ-র‍্যালি করে প্রতিমা বিসর্জন

 নিজস্ব সংবাদদাতা,রাঙ্গামাটি

প্রকাশিত: ২২:১৪, ১৩ অক্টোবর ২০২৪

কাপ্তাইয়ে বিজয়া নৌ-র‍্যালি করে প্রতিমা বিসর্জন

নৌ র‌্যালির করে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‌্যালির করে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় কাপ্তাইয়ের ৮টি পূজা ম-পের প্রতিমা বিসর্জন করা হয়েছে।

এসময় হাজারো ভক্তের জয়ধ্বনি, ঢাক ঢোলের প্রতিধ্বনিতে  কর্ণফুলী নদীর দু’পাশ মুখরিত হয়ে উঠেছে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ,কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এই বছরের বিজয়া নৌ  র‌্যালীর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এসময় বাংলাদেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের  ঢোলের মাধ্যমে রজতজয়ন্তী অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এতে প্রধান  অতিথি ছিলেন  রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 

সাবেক অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহার সভাপতিত্বে  ও কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের  সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার, কাপ্তাই  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি)  স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,   কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ।

বারাত

×