এম সালাহ উদ্দিন টিপু
লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু তার সৌদি আরবে অবস্থানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
গতকাল শনিবার (১২ অক্টোবর) ক্যাপশনে ‘দোয়ার দরখাস্ত’ লিখে ওই ছবি পোস্ট করেন তিনি। সালাহ উদ্দিন টিপু এই পোস্টটি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী সরকারের পতনের পর এটাই ছিল ফেসবুকে টিপুর প্রথম পোস্ট।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলরে সময় টিপু ও যুবলীগের হাতে শহরের বিভিন্ন এলাকায় ৪ শিক্ষার্থী গুলিতে নিহত ও আহত হন দেড়শতাধিক ছাত্র-জনতা। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। আর সালাহ উদ্দিন টিপুও লক্ষ্মীপুর ছেড়ে পালিয়ে যান। বর্তমানে ৪ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ছাড়াও পুলিশের উপর হামলার এজারভুক্ত আসামি তিনি।
তার ওই ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন ৭ হাজারের বেশি মানুষ। অনেকে তার ফাঁসি দাবি করেছেন। মো. শাকিল নামের একজন মন্তব্য করেছেন, ‘দেশেন আসেন ভাই গুলির হিসাব দিয়ে যান।’
রফিকুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে ফাঁসির জন্য কবুল করুক।’ রায়হান লিখেছেন, ‘মানুষ মেরে ওমরা পালন, সৃষ্টির সাথে দারুণ অভিনয়।’
লক্ষ্মীপুর জেলা মানব অধিকার উন্নয়ন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নুর মোহাম্মদ জানান, টিপুর পেছনে প্রভাবশালী কেউ আছেন। ৪ শিক্ষার্থীর খুনের আসামি হয়েও দুই মাসে ধরা পড়েননি তিনি।
এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আবদুল মুন্নাফ জানান, শিক্ষার্থী হত্যা মামলার আসামি ধরতে ও অস্ত্র উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বারাত