ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

দুই ইউপি সদস্যকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৬:৪১, ১৩ অক্টোবর ২০২৪

দুই ইউপি সদস্যকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

যুবদল নেতা বহিস্কার

পরকীয়ার অভিযোগ এনে রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে নির্যাতন করা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান খানকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট ও সদস্য সচিব মামুনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে পূজা দেখে আসার পর দুই ইউপি সদস্যকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে এসে মারপিট করে যুবদল নেতাসহ তার সহযোগীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই নারী থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় সদর থানা পুলিশ।

 

শহিদ

×