ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জনগনের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০১:১২, ১২ অক্টোবর ২০২৪

জনগনের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা নির্বাচন দিব। জনগণ ভোট দিতে পারবে। যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নিব। আমাদের সময় কম তবে যদি বেশি সময় পেতাম তাহলে আরো অনেক কাজ করতে পারতাম। আমাদের হাতে সময় অনেক কম দেড় বছর।

১৬ বছরের জঞ্জাল দেড় বছরের মধ্যে ঠিক করার চেষ্টা করছি। আমাদের সরকার যদি ব্যর্থ হয় তাহলে আপনাদের উপর বিপদ চলে আসবে। তিনি বলেন, সারাদেশে একটি পূজার উৎসব চলছে। কিছুক্ষণ পর পর আমাদের কাছে ফোন আসছে।

আমাদের নাক কান চোখ খোলা রেখে কাজ করতে হচ্ছে। আমি শুধু মুসলিমদের মন্ত্রী নই আমি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের ও পাহারীদেরও মন্ত্রী। শুক্রবার রাতে দেওভোগ জামিআ আরাবিয়া দারুল উলূম মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ সব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লালহসহ আরও অনেকে।


মাহফিলে ধর্ম উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার পর থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছি আমি। কিন্তু মাওলানা মান্নান সাহেব ছিলেন প্রতিমন্ত্রী। এগুলো আমার নয় আপনাদের গৌরব। ভোটারদের হালনাগাদ করে আমরা নির্বাচন দেবো। ১৬ বছর পর প্রথম এই দেশের মানুষ নিজের ইচ্ছায় ভোট দিতে পারবে। আপনি যাকে চান তাকেই ভোট দিতে পারবেন। আমরা বঙ্গভবনের পতাকা নিয়ে ঢুকবো আপনাদের কাছে ক্ষমতা দিয়ে চলে আসবো। 

বারাত

×