ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিক্ষোভের মুখে রক্ষা পেল ভূমিহীন ১৩৬ পরিবার

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:৪১, ১১ অক্টোবর ২০২৪

বিক্ষোভের মুখে রক্ষা পেল ভূমিহীন ১৩৬ পরিবার

উচ্ছেদের আগে পুনর্বাসন দাবিতে জিয়া কলোনির বাসিন্দাদের বিক্ষোভ

বিক্ষোভের মুখে ভূমিহীন ১৩৬ পরিবারের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া বেড়িবাঁধের ঢালে বসবাসকারী জিয়া কলোনিসহ এসব পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করতে স্কেভেটর নিয়ে আসে পায়রা বন্দরের ঠিকাদারের লোকজন। সময়আগে পুনর্বাসন পরে উচ্ছেদ’- এমন বিক্ষোভের মুখে ঠিকাদারের লোকজন ফিরে গেছে। কোন ধরনের পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণ দেওয়া হয়নি দরিদ্র এসব পরিবারকে। সবাই জেলে, শ্রমিকসহ শ্রমজীবীর কাজ করেন। কোন পূর্ব নোটিস ছাড়াই শুক্রবার উচ্ছেদ করতে আসে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন ইব্রাহীম শিকারী, ফোরকান হাওলাদার, নূর হোসেন, আনোয়ার মিয়া, মনির হাওলাদার, হাসি বেগম।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, জিয়া কলোনি সংলগ্ন ১৩৬ পরিবার উচ্ছেদ করে রাস্তা নির্মাণে উপজেলা প্রশাসন, কলাপাড়া কিংবা উপজেলা ভূমি অফিস কোনো নির্দেশনা দেয়নি। ১৩৬ পরিবারের থাকার জায়গা নিশ্চিত না করে কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে না মর্মে ইতোপূর্বে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে।

×