ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

মাদারীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২২:১২, ১১ অক্টোবর ২০২৪

মাদারীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন

৫ উপজেলায় ৪২৯ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

বিগত বছরগুলোর তুলনায় এবার শান্তিপূর্ণভাবে এবং নিরাপত্তার মধ্য দিয়ে মাদারিপুরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কোনরকম ভয়ভীতির আশঙ্কা না থাকায় জেলার ৫ উপজেলায় ৪২৯ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

আজ শুক্রবার সকালে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। পরে ভক্তবৃন্দ পূজা মন্ডপগুলোতে মায়ের চরণে অঞ্জলি প্রদান করেন। সন্ধ্যায় সন্ধি পূজার পরে রাত সাড়ে আটটার দিকে  মন্ডপে মন্ডপে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর থেকে পূজা মন্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। দুর্গাপূজা উপলক্ষে পৌরসভার কুলপদ্মী শ্মশানঘাট পূজা মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পূজা উদযাপন পরিষদ। 

এদিকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় দর্শনার্থীরাও নির্বিঘ্নে পূজা মন্ডপ পরিদর্শন করে রাতে ঘরে ফিরছেন। প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রাখার কারণে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল ধর্মের মানুষ আন্তরিক থাকার কারণে মাদারীপুর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রয়েছে। এজন্য সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি বিরাজ করছে। 

বারাত

×