ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

দুর্গাপূজা উপলক্ষে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: ১২:৫৮, ১০ অক্টোবর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

তীব্র যানজট  

টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তির শেষ নেই। পাশাপাশি, টিকেট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

এক যাত্রী জানান, দেড় ঘণ্টায় তিনি কাঁচপুর ব্রিজ অংশে পৌঁছতে পেরেছেন। বাকি পথ পাড়ি দিতে আরও কতক্ষণ লাগবে তা তিনি জানেন না।

যাত্রী কল্যাণ সমিতি গণমাধ্যমকে জানান, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেইনে মদনপুর থেকে চিটাগং রুট, সানারপাড় পর্যন্ত ভয়াবহ যানজট। সকাল থেকে যানজটের কারণে জনদুর্ভোগ বেড়েছে।’
 
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। অপরদিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছে না। এর ফলে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি যে খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’

 

শহিদ

×