ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে ভয়াবহ যানজট

এক কিলোমিটার পেরোতে সময় লাগছে এক ঘণ্টা

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২১:২০, ৮ অক্টোবর ২০২৪

এক কিলোমিটার পেরোতে সময় লাগছে এক ঘণ্টা

যানজট। ছবি: জনকণ্ঠ

ঢাকা-রংপুর মহাসড়কে সাসেক প্রকল্পের কাজের ধীরগতি ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে গাইবান্ধার গোবিন্দঞ্জ শহর এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে এখন ঢাকা-রংপুর মহাসড়ক ও দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এক কিলোমিটারের শহর এলাকা পার হতে একেকটি যানবাহনের সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত। 

স্থানীয়রা জানান, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা- রংপুর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজের জন্য গোবিন্দগঞ্জ শহর এলাকা প্রশস্ত করতে দু’পাশের বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। এই স্থাপনার অনেক রাবিস ও মালামাল এখনও মহাসড়কে ঢিবি হয়ে পড়ে আছে। আগে এর ধুলো আর খানাখন্দের কারণে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষনে মহাসড়কের ওপর পড়ে থাকা মাটি আর ময়লা এখন কাদায় পরিণত হয়েছে। 

এছাড়াও যানবাহন চলাচলের  বিকল্প ব্যবস্থা না করে আগের সংস্কার বিহীন ও খানাখন্দে ভরা মহাসড়ক দিয়েই যানবহান চলাচল চালু রাখা হয়। বৃষ্টির পানিতে গর্ত ও খানাখন্দগুলো ডুবে থাকায় যানবাহন চালকরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। পানি ও গর্তের কারণে যানবাহনের গতি কমে যাওয়ার শহর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। 

বর্তমানে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড় থেকে বকচর আলু স্টোর পর্যন্ত দুই কিলোমিটার এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের থানা মোড় থেকে তরফকামাল পর্যন্ত  প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিনই।

মঙ্গলবার বিকেলে যানজটে আটকা পরা ট্রাকচালক ছামসুল হক বলেন, দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রাকে মালামাল লোড নিয়েছি। একশ’ কিলোমিটারের বেশি রাস্তা পেরিয়ে দিনাজপুর থেকে আসতে কোন সমস্যা হয়নি। কিন্তু কাটা মোড় থেকে গোবিন্দগঞ্জ শহরের থানা মোড়ে আসতেই প্রায় এক ঘন্টার বেশি সময় লেগেছে। তারপরও শহর পার হতে পারেনি। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুল  ইসলাম বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণে সড়কে সৃষ্ট গর্ত পানিতে ডুবে থাকায় ধীর গতিতে যানবহন চলাচল করছে। যে কারণে শহর এলাকায় যানজট হচ্ছে। হাইওয়ে থানা পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।  

এসআর

×