ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাভারে ৫ কোটি টাকার মদ ও ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ১৭:৫৪, ৮ অক্টোবর ২০২৪

সাভারে ৫ কোটি টাকার মদ ও ফেনসিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

গ্রেপ্তার তিন মাদক কারবারী

সাভার থেকে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ফেনসিডিল ও দেশীয় মদসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৩। এ সময় জব্দ করা হয়েছে একটি কাভার্ডভ্যানও। আজ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ৩ মাদক কারবারীকে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল রাতে বিপুল পরিমাণে ফেনসিডিল ও মদভর্তি একটি কাভার্ডভ্যানসহ ৩ মাদককারবারীকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব। এর আগে আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব-৩ এর সদস্যরা।

সাভার মডেল থানায় তাদের হস্তান্তরের পর কাভার্ডভ্যানের ভেতর থেকে ৭৫০ কার্টনভর্তি ১৮ হাজার কেরু এন্ড কোং- এর মদ ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ কোটি টাকার মতো। পরবর্তীতে র‍্যাব-৩ এর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলে আজ দুপুরে ওই মামলায় ৩ মাদককারবারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– আবদিন আলী (৫৮), বিষু রহমান (৩৭) ও আলিফ (২৫)। বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তাঁরা পেশাদার মাদক কারবারী বলে জানা গেছে।

 

ফুয়াদ

×