ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কুয়াকাটায় ধরা পড়ল প্রায় তিন কেজি ওজনের ইলিশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৫:০০, ৮ অক্টোবর ২০২৪

কুয়াকাটায় ধরা পড়ল প্রায় তিন কেজি ওজনের ইলিশ

জেলে আলমাসের হাতে ইলিশ।

কুয়াকাটার জেলে আলমাসের জালে ধরা পড়ল দুই কেজি ৮৪০ গ্রাম ওজনের একটি ইলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে এই মাছটি ধরা পড়ে। 

আলমাস মাছটি ৬ হাজার ৮৪০ টাকায় কুয়াকাটার মনি ফিস আড়তে আজ দুপুরে বিক্রি করেন। মাছটি নিলামে কিনেছেন কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী হাসান। এ সময় ইলিশ মাছটি দেখতে অনেক মানুষ জড়ো হন।জেলে আলমাস জানান, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হাইরের চর এলাকায় তাদের জালে সকালে মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে আলমাস বেজায় খুশি।

এম হাসান

×