জেলে আলমাসের হাতে ইলিশ।
কুয়াকাটার জেলে আলমাসের জালে ধরা পড়ল দুই কেজি ৮৪০ গ্রাম ওজনের একটি ইলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে এই মাছটি ধরা পড়ে।
আলমাস মাছটি ৬ হাজার ৮৪০ টাকায় কুয়াকাটার মনি ফিস আড়তে আজ দুপুরে বিক্রি করেন। মাছটি নিলামে কিনেছেন কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী হাসান। এ সময় ইলিশ মাছটি দেখতে অনেক মানুষ জড়ো হন।জেলে আলমাস জানান, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হাইরের চর এলাকায় তাদের জালে সকালে মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে আলমাস বেজায় খুশি।
এম হাসান