ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

তিমির বমির দাম ২১ কোটি, পাচার করতে গিয়ে ধরা পড়লেন শামসুল

প্রকাশিত: ২৩:৫৯, ৭ অক্টোবর ২০২৪; আপডেট: ০০:০০, ৮ অক্টোবর ২০২৪

তিমির বমির দাম ২১ কোটি, পাচার করতে গিয়ে ধরা পড়লেন শামসুল

আটক যুবকের নাম শামসুল আলম

কক্সবাজারের টেকনাফ থেকে ৮ কেজি ৩৯৮ গ্রাম তিমি মাছের বমিসহ (অ্যাম্বারগ্রিস) এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবকের নাম শামসুল আলম (৩৫)। তিনি উপজেলার সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা ও  নির আহমদের ছেলে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা তিমি মাছের বমির দাম প্রায় ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। বিক্রয় নিষিদ্ধ তিমি মাছের বমি হতে মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।  

গতকাল রবিবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালানো হয় বলে সোমবার রাত ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, শাহপরীর দ্বীপ বাজার পাড়া সীমান্ত দিয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা কিছু মালামাল পাচার করছে খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে বস্তা কাঁধে করে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামতে বলে। লোকটি সাথে থাকা বস্তাটি ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। ওই বস্তা খুলে তিমি মাছের বমি পাওয়া যায়।

বিজিবির এ কর্মকর্তা বলেন, উদ্ধার করা অ্যাম্বারগ্রিস বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বুরি) কক্সবাজারের পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য শনাক্ত হয়। উদ্ধার অ্যাম্বারগ্রিসগুলো কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা হয়েছে।

×