তাপসী তাবাসসুম
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে (ঊর্মি) ওএসডি করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ সোমবার এই তথ্য জানিয়েছেন। গতকাল রবিবার তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।
কী কারণে তাঁকে ওএসডি করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেটি উল্লেখ নেই। তবে সংশ্লিষ্ট একটি সূত্র অনুযায়ী, তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোচনা চলছে।
ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের একজনের বক্তব্যকে কটাক্ষ ও সমালোচনা করা হয়। মূলত এ কারণেই তাঁকে ওএসডি করা হয়েছে।
এসআর