ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নারায়ণগঞ্জের কালির বাজারে ভয়াবহ আগুন

প্রকাশিত: ০১:৩২, ৭ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জের কালির বাজারে ভয়াবহ আগুন

এতে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

নারায়ণগঞ্জের কালির বাজারের মসলা পট্টিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রবিবার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাজারের মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে অন্যান্য দোকানে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত সাড়ে ১২টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের লেলিহান শিখা দেখে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১১টার দিকে কালির বাজার মসলা পট্টিতে আগুনের খবর পান তারা। আস্তে আস্তে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে থাকে।

শহরের উঁচু দালান থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কালির বাজার নারায়ণগঞ্জ শহরের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র। এর একদিকে ওষুধের দোকান, কাপড়ের দোকান, অন্যদিকে খাদ্যসামগ্রীর পাইকারি দোকান আছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, কালিবাজারে মসলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আগুন নিয়ন্ত্রণে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুইটি ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুইটিসহ মোট চারটি ইউনিট কাজ করছে।

এবি

×